কাউকে অসন্তুষ্ট না করে পরিবর্তনের ৯ টি উপায়
পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা সত্তা রয়েছে, আছে আলাদা পছন্দ। কিন্তু সচেতন মানুষ মাত্রই শুধুমাত্র নিজের পছন্দের কথা চিন্তা না করে আশপাশের মানুষের কথাও বিবেচনায় রাখে। তবে এর মধ্যেও কিছু মানুষ আছে যারা শুধু নিজের কথাই ভাবতে ভালবাসে। নিজে যেটা বুঝলো সেটা নিয়েই চলতে পছন্দ করে। আপনি চাইলেই তার অভ্যাসের পরিবর্তন আনতে পারবেন না।
আমি আজ এই অসম্ভব কাজটিকে সম্ভব করার ব্যাপারে কয়েকটি কৌশল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি স্টেপ ফলো করুন। ধৈর্য ধরে লেগে থাকুন। যে কোনো কাজের সফলতার জন্য এটা খুব গুরুত্ত্বপূর্ণ।
১. আপনি তার কাজে যতই বিরক্ত থাকেন না কেন, দেখা হলে আন্তরিকতার সাথে কথা বলুন, প্রশংসা করুন. ব্যাপারটা কঠিন মনে হচ্ছে ? আপনি যে ফলাফল পেতে যাচ্ছেন সে তুলনায় এটা কিছুই না। লেগে থাকুন।
২. সরাসরি ভুল ধরিয়ে দিবেন না। কৌশলে কথা বলুন। অন্য কারো উদাহরণ দিয়ে বলতে পারেন। অথবা ভুলটা না বলে বলতে পারেন যে এখানে মনে হয় এভাবেও (সঠিকভাবে) কাজটা করা যায় !
৩. নিজের ভুলের কথা আলোচনা করুন। বলুন আপনার কোন কাজগুলো ভুল ছিল। যেটা আপনি এখন বুঝতে পারছেন। খুব যত্ন নিয়ে ব্যাখ্যা করুন আপনার আসলে কি করা উচিত ছিল এবং কেন।
৪. কোনো কাজ করাতে চাইলে সরাসরি আদেশ দিবেন না। বরং প্রশ্ন করুন যে আপনাকে সাহায্য করতে চায় কিনা। বা কাজটা করতে পারবে কিনা। আদেশ না করার ফলে তার ইগো কাজ করবে না, আর সাহায্য চাওয়ার কারনে লজ্জায় পড়ে হলেও কাজটা করতে পারে। যা ধীরে ধীরে তার অভ্যাস পরিবর্তন করতে সাহায্য করবে।
৫. অন্যের কথার গুরুত্ব দিন, মুখ রক্ষা করতে দিন। সব সময় আপনার কথাই হবে এটাও তো ঠিক নয়।
৬. উন্নতি যত সামান্যই হোক প্রশংসা করুন, আর সেটা আন্তরিক ভাবেই করুন। আপনার মধ্যে আন্তরিকতার অভাব থাকলে আপনার প্রচেষ্টা বিফলে যাবে।
৭. প্রশংসা করুন, তাহলে সে অবশ্যই ভালো হয়ে উঠবে।
৮. প্রশংসা করুন এবং বুঝিয়ে দিন ভুল সংশোধন করা এবং অভ্যাস পরিবর্তন করা মোটেও অসম্ভব কিছু নয়।
৯. তাকে খুশিমনে আপনার কাজ করতে দিন। নিজের ভিতর বিরক্ত নিয়ে চলবেন না। সহজ হোন।
কোন মন্তব্য নেই: