Top Ad unit 728 × 90

Header ADS

মেটাভার্স ৩ডি এক্সপেরিয়েন্স, এডভেটাইজার নাকি হ্যাকার


মেটাভার্স নিয়ে গোটা পৃথিবীর আজ আলোচনা, সমালোচনা। আর কিছুটা উদ্বেগ তো আছেই।

যেখানে ফেইসবুকের মত টু-ডি প্লাটফর্মেই কন্ট্রোভার্সির শেষ নাই।
যদিও আমি এখন এসব কিছু বলছিনা।

শুধু একটা মজার বিষয় মাথায় আসছে।

ইন্টারনেটে এডের সাথে আমরা সবাই পরিচিত।
সার্চ দিলে এড, ব্রাউজ করলেও এড।
ফেইসবুকের নিউজফিড স্ক্রল করছেন,
ভিডিও দেখছেন, শুধু এড আর এড।

মেটাভার্সের ৩ডি এক্সপেরিয়েন্স
যখন রিয়েল ওয়ার্ল্ড এর অল্টারনেটিভ হবে,
তখন এডগুলো কেমন হবে?

লোকাল বাসে চলার পথে ক্যানভাসার মামারা
যেমন যখন তখন টুক করে উঠে পড়ে। অথবা
রাস্তায় চলতে চলতে সুরে সুরে পন্য
বিক্রির চেষ্টা চালায়- তেমন কি হবে বেপারটা ?

অথবা হ্যাকাররা কিভাবে ফাঁদে ফেলবে আপনাকে?
ভেবে দেখেছেন?
মেটাভার্স ৩ডি এক্সপেরিয়েন্স, এডভেটাইজার নাকি হ্যাকার Reviewed by Hasanur Rahman on ডিসেম্বর ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.