প্রতিযোগিতার বাজারে টিকে থাকুন সততায় আর বুদ্ধিমত্তায়
এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ব্যবসায়ীদের প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ভালো মুনাফা না করতে পারলে খরচ তুলে টিকে থাকা অসম্ভব।
বর্তমান সময়ে যেখানে ইন্টারনেটে সার্চ করেই যে কোনো কিছু জানা যাচ্ছে, সেখানে কোন একটি পন্যে দু-পয়সা বেশি লাভ করা প্রায় অসম্ভব। বেশিরভাগ ক্রেতাই অনলাইন বা অফলাইনে যে কোন পন্য কেনার আগে গুগল করে বা বিভিন্ন মার্কেটপ্লেস ঘুরে ওই পণ্যের সর্বনিম্ন দামটি দেখে নিতে ভুলেন না।
সবাই জিততে চায় তাই না!
অনেকে নিজেকে বাজারে টিকিয়ে রাখতে পণ্যের ওজন কিংবা গুণগত মান কমিয়ে দেয়া থেকে নানা ধরনের অসাধু উপায় অবলম্বন করেন। যেটা নিসন্দেহে ঘৃণিত এবং নিন্দনীয় কাজ। আবার কিছু মানুষ আছে যারা অতটা খারাপ পথে হাটেন না। কিন্তু তারা যা করেন তা খালি চোখে খারাপ মনে না হলেও ভালমত লক্ষ্য করলে বুঝতে পারবেন সেটা কতটা শুভঙ্করের ফাকি।
কিছু মানুষ পণ্যের দাম অবিশ্বাস্য রকমের কমিয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করে তোলে। তাদের এই দাম কমানোর কারণে অন্যদের পক্ষে ওই সব পন্য থেকে লাভ করা সম্ভব হয় না। আবার এই ধরনের বিক্রেতাদের বেশিরভাগ ই সঠিক জ্ঞান এবং দুরদর্শিতার অভাবে হুজুগে দাম কমানোর টেকনিক এপ্লাই করতে গিয়ে খুব শীঘ্রই নিজেরাও ধরাশয়ী হয়ে পড়ে। অনেকে তো অন্য বিক্রেতাকে জব্দ করার জন্যও পণ্যের দাম কমিয়ে দেন। এতে করে ছোট বিক্রেতারা টিকতে না পেরে বাজার ছেড়ে দেন।
আবার যেহেতু এমন প্রতিযোগিতা মূলক বাজারে এম.আর.পি তো দুরের কথা নূনতম লাভে পন্য বিক্রি করতে হয়, সেহেতু অনেক বিক্রেতাই পন্য "ক্রয়ের সময় লাভ" করতে চেষ্টা করেন। আর এতে করে উত্পাদনকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিগণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বিশেষ করে দুর্বল অসহায় শ্রমিকরাই আসল ক্ষতির শিকার হন।
একটা সময় আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি না ভাবলেও এখন মনে হচ্ছে পণ্যের দাম অত্যাধিক কমিয়ে দেয়া নিঃসন্দেহে একটি ঘৃণিত অপরাধ। এতে করে বাজারের ভারসাম্য নস্ট হয়। ব্যবসায়ের মত সম্মানিত একটি পেশা চুরি ডাকাতির মত ক্রিমিনাল এক্টিভিটির সমতুল্য হয়ে যায়।
অন্যের ক্ষতি করে নিশ্চিতভাবেই আপনি জিতে যেতে পারবেন না।
আপনি যা করবেন, প্রকৃতি অবশ্যই তার উত্তর দিবে।
প্রস্তুত থাকুন।

কোন মন্তব্য নেই: