Top Ad unit 728 × 90

Header ADS

ফেসবুক পাসওয়ার্ড রিকভারি

 



একটা ছোট ভাইয়ের আইডি পাসওয়ার্ড ভুলে গেছে কিন্তু আইডিটা এখনো তার স্মার্টফোনে লগইন করা আছে এই আইডি টা অনেক দিনের ব্যবহৃত আর এতে অনেক পরিচিত মানুষ এবং নেটয়ার্ক সম্পৃক্ত ছিল. বিধায় আইডিটা বাদ দিয়ে নতুন আইডিতে মুভ করাটা সম্ভব ছিল না. 

আমরা সবাই জানি ফরগেট পাসওয়ার্ড দিলেই কাজ হয়ে যায় কিন্তু বিষয়টা এত সহজ হচ্ছিল নাকারণ তার আইডিতে মোবাইল নাম্বার এড করা ছিল না আইডিটা অন্য কেউ ক্রিয়েট করে দিয়েছিল ফলে এসব সিকিউরিটি ইস্যু গুলো উপেক্ষিতই থেকে গিয়েছিল

মেইল দিয়ে রিকভার করা যায় , তাই তো ভাবছেন তাই না জি এই ভাবনা আসাটা খুবই স্বাভাবিক তবে যখন শুনবেন যে তার মেইল এর পাসওয়ার্ড অন্য় কেউ চেঞ্জ করে ফেলেছে , তখন কি বলবেন তারা গুনতে বলবেন? যা ইচ্ছা বলতে পারেন। সম্ভবত এই মেইলটাও অন্য কেউ ক্রিয়েট করে দিয়েছে। এবং পরে আর পাসওয়ার্ড পরিবর্তন করে নি। আর রিকভারি মেইল ফোন নাম্বার সেগুলো ভাবাটাই তো ভুল

আমরা প্রথমে যেটা চেষ্টা করলাম , ইমেইলটা উদ্ধার করা দুই দিন চেষ্টা করেও কিছু করা গেল নামোটেও ভালো লাগার মত কোনো ঘটনা না। 

যখন কোনো কিছুই আর কাজ করছিল না তখন মাথায় আসলো আমরা আমাদের লগ ইন করা আইডিতে নতুন একটা মোবাইল নাম্বার তো এড করতে পারি মোবাইল নাম্বার এড করা গেল 

এবার বাকি কাজটা জলবৎ তরলং ফরগেট পাসওয়ার্ড কোড গেল নতুন এড করা নাম্বারে যার আইডি তার তো খুশিতে. ঠেলায় .. 

যা হোক অতপর সে সুখে শান্তিতে ফেইসবুকিং করিতে লাগিল :)

এখন যারা বলবেন এ আর এমন কি রকেট সাইন্স! যে কেউ করতে পারে। আমাদের বাচ্চারাই তো গুগলের মত সার্চ ইঞ্জিন বানাইতে পারে। আর এ তো আপনার পাসওয়ার্ড রিকভারি! তাদেরকে বলছি আপনি বিপদে পড়লে মাথাটা আপনারও খারাপ হয়ে যেত। তখন আর বড় বড় কথা বের হত না

আমি অনেক মানুষ(?) দেখেছি যাদের বিপদে পড়লে পরনের কাপড়টাও ঠিক থাকে না। বিপদ থেকে উদ্ধার করে দিলে বলে .. ও, এটা তো সহজ একটা ব্যাপার ছিলো । 

তবে আমার এ গল্পের ছেলেটা যথেষ্ট কৃতজ্ঞ ছিল। মা_শা_আল্লাহ ! বিপদে এসব মানুষের পাশে থাকতে পারলে অন্যরকম এক ভালোলাগা কাজ করে

ফেসবুক পাসওয়ার্ড রিকভারি Reviewed by Hasanur Rahman on ফেব্রুয়ারী ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.