Top Ad unit 728 × 90

Header ADS

সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ৫ টি সাধারণ ভুল


একটি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে ৷ অতিরিক্ত টাকা এবং সময় বাঁচাতে শুরুতেই কয়েকটি ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত ৷ এখানে আমরা পাঁচটি সাধারন ভুলের দিকে নজর দিচ্ছি ৷ যাতে আপনি শুরুতেই ভুলগুলো শুধরে নিতে পারেন ৷ 

নাম্বার পাঁচ :

ভুল দিকে ইনফ্রারেড বিম ফোকাস করা, অথবা কোনো ব্লক থাকা ৷ এটা খুবই কমন একটি ভুল ৷ দিনের বেলা বিষয়টি একেবারেই চোখে পড়বে না ৷ কিন্তু অন্ধকার নামার সাথে সাথেই বিষয়টি ভয়াবহ হয়ে উঠবে ৷  ক্যামেরার ছবি ওভার এক্সপোজড হয়ে যাবে ৷ বিষয়টা অনেকটা রাতের বেলা কেউ আপনার চোখে টর্চ এর আলো ফেললে আপনার অবস্থা যেমন হবে, ক্যামেরার অবস্থাও তেমনি হবে ৷ 

নাম্বার চার: 

প্রটেক্টিভ ফিল্ম তুলতে ভুলে যাওয়া ৷ ক্যামেরা বিশেষ করে এর সামনের দিকের অংশ ল্যান্স এবং এর আশপাশের অংশ ড্যামেজ হওয়া থেকে বাচতে এর উপর পাতলা প্লাস্টিকের আবরণ দেয়া থাকে ৷ অনেক সময় অনেকে এই প্লাস্টিকের আবরণটি তুলে ফেলতে ভুলে যান ৷ যাতে করে ক্যামেরার ছবি ঘোলা আসে ৷ ফোকাস হয় না ৷ 

নাম্বার তিন:

ভিউ এঙ্গেল সঠিক না হওয়া ৷ এ ব্যাপারে যথেষ্ট সচেতন না হলে আপনার অনেক বেশি ক্যামেরার প্রয়োজন হবে। প্রয়োজনে লাইভ চেক করে নিন কোন অ্যাঙ্গেল থেকে সবচাইতে বেশি এরিয়া কভার করা যায়। একটু সচেতন হলেই অল্প ক্যামেরা দিয়ে অনেক বেশি এরিয়া মনিটরিং করতে পারবেন।

নাম্বার দুই:

ক্যাবল এর ডিস্ট্যান্স লিমিট এর ব্যাপারে সতর্ক না হওয়া ৷ আমরা জানি ইউটিপি ইথারনেট ক্যাবল ১০০ মিটার পর্যন্ত কাজ করে। কিন্তু একটা বিষয়ে আমরা একেবারেই অসচেতন যে সব ইথারনেট ক্যাবল ১০০ মিটার কাজ করবে না। হাই কোয়ালিটি কেবল দিয়েই শুধুমাত্র এই পরিমান দুরত্ব কাভার করা সম্ভব। ক্যাবল কোয়ালিটি যত খারাপ হবে, এই ডিস্ট্যান্স লিমিট ততই কমতে থাকবে। আর এই ব্যাপারে যথেষ্ট সচেতন না হলে সার্ভিস নিশ্চই ভাল কিছু আশা করা যাবে না।

নাম্বার এক:

ক্যাবল কানেক্টর ওয়াটারপ্রুফ না করা৷ জি, এটা একেবারেই উপেক্ষিত থেকে যায়। আপনি হয়ত ভেবেছেন এখানে তো পানি পড়বে না। কিন্তু আদ্রতা, তার কথা ভেবেছেন? না। এই আদ্রতা বা ময়্শ্চার আপনার ক্যামেরার কানেক্টর এমনকি কিছু ক্ষেত্রে ইন্টারনাল ইলেকট্রনিক্স এর ও বারোটা বাজিয়ে দিতে পারে।


একটু সাধারণ ভুল আপনার পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ইউজলেস করে দিতে পারে। বুঝেশুনে স্টেপ নিন, নিরাপদ থাকুন।


সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ৫ টি সাধারণ ভুল Reviewed by Hasanur Rahman on মার্চ ০৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.